BVC – Bangladesh Volunteer Council

Powered by Humanity | Led by Youth

About Us

📌 পরিচিতি: (Introduction)

BVC (Bangladesh Volunteer Council) হলো বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও তরুণদের সমন্বয়ে গঠিত একটি জাতীয় স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য মানবিক সমাজ বিনির্মাণ। এটি একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন, যেখানে দেশের তরুণ সমাজ একত্রিত হয়ে মানবিক সহায়তা, সামাজিক সচেতনতা, প্রশিক্ষণ, পরিচ্ছন্নতা এবং উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে।

🎯 Vision (দৃষ্টি)

গড়ে তুলি একটি মানবিক, সচেতন ও আত্মনির্ভরশীল বাংলাদেশ।

To build a humane, conscious, and self-reliant Bangladesh through youth-led action.

🎯 Mission (মিশন)

তরুণদের স্বেচ্ছাসেবী কার্যক্রম, প্রশিক্ষণ ও মানবিক সহায়তার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা।

To bring positive change to society through youth volunteerism, training, and humanitarian support.

🧱 Organizational Structure

BVC – মূল সংগঠন (Main Organization)

  • Member recruitment, national & international communication
  • Planning, administration & leadership
  • Supervision of all sub-platforms & projects

মানবতার স্বপ্ন – Training & Empowerment Platform

  • Leadership, values & awareness training
  • Support & empowerment for the underprivileged
  • Women & child-centric humanitarian projects

ক্লিন বগুড়া – Field Action Initiative

  • Urban cleanliness & environmental awareness
  • A sustainable awareness model built by youth

🧑‍🎓 Member Formation (Who Are the Members?)

Who Can Join?

BVC গঠিত হচ্ছে: বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, কলেজ, পলিটেকনিক, মাদ্রাসা ও যুব শিক্ষার্থীদের সমন্বয়ে – যারা দেশের জন্য কিছু করতে চায়, সমাজকে বদলাতে চায়।

Benefits for Volunteers:

  • সদস্য কার্ড ও রেজিস্ট্রেশন সুবিধা (Member card & registration facility)
  • প্রশিক্ষণ ও নেতৃত্ব গঠনের সুযোগ (Training & leadership development opportunities)
  • ফিল্ড একশন ও সামাজিক উদ্যোগে সম্পৃক্ততা (Involvement in field actions & social initiatives)
  • সম্মাননাস্বরূপ সার্টিফিকেট ও রেফারেন্স লেটার (Certificate of honor & reference letter)

📋 Monthly Action Plan

✔️

সপ্তাহে ১টি পরিচ্ছন্নতা অভিযান (1 Cleanliness Campaign per week)

✔️

মাসে ১টি মানবিক সহায়তা কার্যক্রম (1 Humanitarian Aid Activity per month)

✔️

মাসে ১টি প্রশিক্ষণ / সচেতনতামূলক সেমিনার (1 Training / Awareness Seminar per month)

✔️

নির্দিষ্ট দিবস ও ঘটনার ভিত্তিতে ক্যাম্পেইন (Campaigns based on specific days & events)

📲 Contact Us

📞 Hotline:

01898-402888