এটি একটি মানবিকতার, ক্ষমতায়নের ও নৈতিক উদ্যোক্তাবাদের আন্দোলন। (It is a movement of humanity, empowerment, and ethical entrepreneurship.)
LIFCOBD শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম নয় – এটি একটি মানবিকতার, ক্ষমতায়নের ও নৈতিক উদ্যোক্তাবাদের আন্দোলন। ২০১৪ সালে “মানবতার বন্ধন” স্লোগানে যাত্রা শুরু করে আজ এটি বাংলাদেশের প্রতিটি প্রান্তে ইতিবাচক প্রভাব ছড়িয়ে দিচ্ছে।
What began as a program to enhance the skills of sales and marketing professionals has now transformed into a modern, innovative, and humanitarian-driven ecosystem. Volunteers, entrepreneurs, educators, and social activists are working hand-in-hand to build a future rooted in ethics and compassion.
নৈতিক উদ্যোক্তাবাদ, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, সাশ্রয়ী স্বাস্থ্যসেবা এবং মানবিক স্বেচ্ছাসেবার মাধ্যমে মানুষকে ক্ষমতায়িত করা — যাতে বাংলাদেশে এবং বিশ্বজুড়ে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও আত্মনির্ভর সমাজ গড়ে ওঠে।
To empower communities through ethical entrepreneurship, inclusive education, accessible healthcare, and compassionate volunteerism — fostering a humane, just, and self-reliant society in Bangladesh and beyond.
একটি অগ্রণী মানবিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করা, যা উদ্ভাবন, নৈতিকতা ও মানবতার সমন্বয়ে জীবন পরিবর্তন করে — এমন একটি ভবিষ্যৎ গড়ে তোলা, যেখানে প্রতিটি মানুষ সম্মান, উদ্দেশ্য ও সম্ভাবনা নিয়ে বাঁচতে পারে।
To be a leading humanitarian platform that transforms lives by blending innovation, ethics, and humanity — building a future where every person lives with dignity, purpose, and opportunity.
LIFCOBD সময়ের পরিক্রমায় নিচের উল্লেখযোগ্য মানবিক ও সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে:
Over time, LIFCOBD has launched several impactful and purpose-driven initiatives to meet the diverse needs of society:
২০১৫ সাল থেকে দেশি-বিদেশি পণ্যের বাজার সম্প্রসারণ ও বেকারত্ব হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। Since 2015, this initiative has expanded markets for local and international products, significantly contributing to reducing unemployment and creating opportunities.
বার্ষিক ফি ও নির্দিষ্ট ট্রানজেকশনভিত্তিক সেবাগ্রহীতা সদস্যদের জন্য একটি অভিনব, টেকসই ও সেবামূলক ব্যবস্থা। A service-based membership model offering sustainable access to services through annual fees or transaction-based engagement.
২০২৪ সাল থেকে ইসলামি ও নৈতিক শিক্ষা বিস্তারে আন্তর্জাতিক মানের একটি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। Established in 2024, GIEI is an international-standard institute that blends Islamic and ethical education to nurture morally conscious future leaders.
২০১৬ সাল থেকে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের জন্য একটি মানবিক স্কুল — ভালোবাসা, মূল্যবোধ ও আলোর প্রতীক। Since 2016, this humanitarian school has provided education and hope to underprivileged and marginalized children.
২০২০ সাল থেকে দেশব্যাপী তরুণদের নিয়ে গঠিত একটি স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম, যা দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, সচেতনতা ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখছে। Founded in 2020, BVC is a youth-led national volunteer platform actively involved in disaster response, healthcare, awareness campaigns, and social missions.
২০২৪ সাল থেকে বগুড়া শহরের পরিবেশ ও নাগরিক সচেতনতা উন্নয়নে নিবেদিত একটি স্বতন্ত্র স্বেচ্ছাসেবী উদ্যোগ। Launched in 2024, Clean Bogura is a civic volunteer initiative dedicated to improving environmental awareness and cleanliness in the city of Bogura.
আর্তমানবতার সেবা (Humanitarian Services)
শিশু শিক্ষা ও নারীর ক্ষমতায়ন (Child Education & Women Empowerment)
স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান (Healthcare & Employment Opportunities)
নৈতিকতা বিকাশ ও সমাজ সংস্কার (Moral Development & Social Reform)
তরুণ নেতৃত্ব ও উদ্যোক্তা উন্নয়ন (Youth Leadership & Entrepreneurship)
ইসলামি ও নৈতিক শিক্ষা (GIEI’র মাধ্যমে) (Islamic & Ethical Education (through GIEI))
“আমরা বিশ্বাস করি—অর্থবহ পরিবর্তন আসে মানবিক আচরণের মধ্য দিয়েই।”
“We believe that meaningful change begins with compassionate action.”
আমরা LIFCOBD। আমরা আছি—মানবতার পক্ষেই। We are LIFCOBD. We are here — for humanity.
(Founder & Executive Director, LIFCOBD)
A passionate humanitarian leader, Mr. Rahman is committed to building a value-based, ethical Bangladesh through the fusion of education, technology, and entrepreneurship.